ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর উপজেলার নির্বাচন অফিস এর সিটিজেন্স চার্টার
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
|
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
|
০১ |
ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভূক্তি
|
|
১) অনলাইন জন্ম নিবন্ধন ২) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি (যদি থাকে) ৪) হোল্ডিং ট্যাক্সের ফটোকপি ৫) বাসা ভাড়া থাকলে বা পরিবারের অন্য সদস্যের নামে ট্যাক্সের রশিদ থাকলে কাউন্সিলর/ইউপি সদস্য কর্তৃক লিখিত প্রত্যয়ন। ৬) বিবাহিত হলে স্ত্রীর/স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৭) প্রবাসী হলে পাসপোর্টের ফটোকপি ৮) নাগরিকত্ব সনদপত্র ৯) অঙ্গীকারনামা (বয়স উত্তীর্ণ ভোটারের ক্ষেত্রে) |
উপজেলা নির্বাচন অফিস, ঝালকাঠি সদর, ঝালকাঠি। |
বিনামূল্যে |
উপজেলা নির্বাচন কর্মকর্তা, সদর, ঝালকাঠি।
E-mail: ecs.jhalakathisadar@gmail.com
Phone: 0498-62672
|
জেলা নির্বাচন কর্মকর্তা, ঝালকাঠি।
Phone: 0498-63344
|
|
০২ |
জাতীয় পরিচয়পত্রের তথ্য উপাত্ত সংশোধন |
|
***জন্ম তারিখ সংশোধনের জন্য শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি বা সমমানের হলে এস.এস.সি পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম সনদ ফরম-২ এর সাথে সংযুক্ত করতে হবে। এস.এস.সি পাশ করেনি, কিন্তু সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোন সংস্থায় চাকুরী করেন সেক্ষেত্রে- ১) সার্ভিস বহির প্রথম ৪ পৃষ্ঠা/ এমপিও শিটের সত্যায়িত ফটোকপি। ২) অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি এস.এস.সি পাশ করেনি এবং সরকারি চাকুরীও করেন না সেক্ষেত্রে- ১) পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/কাবিননামার সত্যায়িত ফটোকপি ২) ম্যাজিষ্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ৩) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি ৪) ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির পূর্বে চাহিত জন্ম তারিখ সম্বলিত কোন দালিলিক প্রমানপত্র। ৫) নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন ৬) অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি ৭) অসামঞ্জস্য জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের NID কার্ডের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি দাখিল করতে হবে। |
১) উপজেলা নির্বাচন অফিস, ঝালকাঠি সদর, ঝালকাঠি।
৩) Website:- ec.sadar.jhalakathi.gov.bd
|
১) প্রথমবার আবেদন এর ক্ষেত্রে ২৩০/-
২) দ্বিতীয়বার আবেদন এর ক্ষেত্রে ৩৪৫/-
৩) পরবর্তী যে কোনবার আবেদন এর ক্ষেত্রে ৪৬৮/- ডাচ বাংলা ব্যাংক লিঃ এর রকেট, ওকে ওয়ালেট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে জমা দিতে পারবেন।
|
|||
***শুধুমাত্র নিজ নামের বাংলা ও ইংরেজি বানান ভুল কিংবা আংশিক পরিবর্তন হলে- ১) শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি বা সমমানের হলে এস.এস.সি পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম সনদ ফরম-২ এর সাথে সংযুক্ত করতে হবে। ২) যাদের এস.এস.সি সনদ নাই তাদের অনলাইন জন্ম সনদ/পাসপোর্টের ফটোকপি/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি/কাবিননমার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
|
||||||||
পিতার নামের বানান ভুল হলে- ১) শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি বা সমমানের হলে এস.এস.সি পাশের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম সনদ ফরম-২ এর সাথে সংযুক্ত করতে হবে। ২) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
|
||||||||
নিজ নাম, পিতা ও মাতার নামের সম্পূর্ণ পরিবর্তন হলে- ১) এস.এস.সি পাশের সনদের সত্যায়িত ফটোকপি ২) পিতা ও মাতার আইডি কার্ডের ফটোকপি ৩) ভাই-বোনদের আইডি কার্ডের ফটোকপি ৪) ম্যাজিষ্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ৫) জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি। ৭) ওয়ারিশ সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ৮) সার্ভিস বহির প্রথম ৪ পৃষ্ঠা/এমপিও শীটের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) ৯) প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র (আবেদনকারী চাকুরীজীবী হলে)।
|
||||||||
স্বামীর নামের বানান ভুল হলে- ১) কাবিননামা, সন্তানের জন্ম সনদ, সন্তানের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ২) স্বামীর আইডি কার্ডের ফটোকপি/শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
|
||||||||
স্বামীর নামের আংশিক পরিবর্তন হলে- ১) কাবিননামা ২) স্বামীর আইডি কার্ডের ফটোকপি/শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। ৩) এফিডেভিট (মুসলিম ধর্মাবলম্বী ব্যতীত অন্য সকল ধর্মাবলম্বীদের জন্য)
|
||||||||
|
|
|
স্বামী কিংবা স্ত্রীর নাম সংযোজন করতে হলে- ১) কাবিননাম২) স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি/শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। ৩) এফিডেভিট (মুসলিম ধর্মাবলম্বী ব্যতীত অন্য সকল ধর্মাবলম্বীদের জন্য)
|
|
|
|
|
|
স্বামী মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে- ১) স্বামীর মৃত্যুসনদপত্র সংযুক্ত করতে হবে।
|
||||||||
ঠিকানা ভুলের ক্ষেত্র্রে (যদি ভোটার এলাকা একই হয়)- ১) সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/বিদ্যুৎ বিল/টেলিফোন বিল/পানির বিলের ফটোকপি
|
||||||||
রক্তের গ্রুপ সংযোজন/সংশোধনের ক্ষেত্রে- ১) ডাক্তারী সনদপত্র সংযুক্ত করতে হবে।
|
||||||||
অন্যান্য তথ্যাদি সংশোধন (ছবি, স্বাক্ষর ইত্যাদি)- ১)চাহিদা মোতাবেক দালিলিক প্রমানাদি দাখিল করতে হবে। |
||||||||
|
||||||||
০৩ |
ভোটার স্থানান্তর |
|
১) আইডি কার্ডের ফটোকপি ২) ট্যাক্সের রশিদের ফটোকপি ৩) নাগরিকত্ব সনদপত্র ৪) ভাড়া থাকলে বাড়িওয়ালার আইডি কার্ডের ফটোকপি সহ কাউন্সিলর এর প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে।(ভাড়ার রশিদসহ) ৫। মেয়রের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। |
১) উপজেলা নির্বাচন অফিস, ঝালকাঠি সদর, ঝালকাঠি।
২) Website:- ec.sadar.jhalakathi.gov.bd |
বিনামূল্যে |
|
|
|
০৪ |
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ |
|
১) পুরাতন লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র |
|
বিনামূল্যে বিতরণ করা হয়। তবে পুরাতন লেমিনেটেড কার্ডটি হারিয়ে গেলে সোনালী ব্যাংক চালানের মাধ্যমে অথবা সোনালী সেবা ফরমের মাধ্যমে ৩৪৫/- জমা দিতে হবে। চালানের কোড নম্বরসমূহঃ ***৩০০/- টাকার কোড নম্বর-"১-০৬০১-০০০১-১৮৪৭" এবং ভ্যাট হিসেবে ৪৫/- টাকার কোড নম্বর-"১-১১৩৩-০০০১-০৩১১" তে জমা প্রদান করতে হবে। |
|
|
|
০৫ |
লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ |
|
১) ভোটার নিবন্ধন স্লিপ (ফরম-৫) |
|
|
|
|
|
০৬ |
মৃত ভোটারের নাম কর্তন |
|
১) ফরম-১২ ২) মৃত্যু সনদপত্র ৩) কাউন্সিলর/চেয়ারম্যান এর লিখিত প্রত্যয়নপত্র ৪) মৃত ব্যক্তির পরিবারের অন্য কোন সদস্য কর্তৃক আবেদনপত্র। |
১) উপজেলা নির্বাচন অফিস, ঝালকাঠি সদর, ঝালকাঠি।
৩) Website: ec.sadar.jhalakathi.gov.bd |
|
|
|
|
০৭ |
হারানো কার্ড প্রাপ্তি |
|
১) সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী (জিডি) ২) ফরম ৬ ৩) ২৩০/- টাকা জমা দানের ট্রেজারী চালান রশিদ। |
***হারানো কার্ড প্রাপ্তির জন্য প্রথমবার আবেদন এর ক্ষেত্রে ২৩০/-
২) দ্বিতীয়বার আবেদন এর ক্ষেত্রে ৩৪৫/-
৩) পরবর্তী যে কোনবার আবেদন এর ক্ষেত্রে ৪৬৮/- ডাচ বাংলা ব্যাংক লিঃ এর রকেট, ওকে ওয়ালেট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে জমা দিতে পারবেন।
|
|
|
||